ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ময়লার ভাগাড় থেকে উদ্ধার ৫ বস্তা এনআইডি কার্ড

২০২৫ সেপ্টেম্বর ২২ ১১:২৫:৫৪
ময়লার ভাগাড় থেকে উদ্ধার ৫ বস্তা এনআইডি কার্ড

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার এক ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি করে কয়েকজন ব্যক্তি এসে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে দ্রুত চলে যান। স্থানীয়রা এগিয়ে এসে বস্তাগুলো দেখেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে তা ফেসবুকে আপলোড করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো উদ্ধার করেছে। তদন্ত চলছে কারা এগুলো ফেলে গেছে তা খুঁজে বের করার জন্য।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং কর্মকর্তাদের কার্ড ও সিল গাজীপুর সদর এলাকার। উদ্ধারকৃত সামগ্রী বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে