ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর কর নোটিশ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১২:১৪:০৮
এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর কর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কিং এন্ড্রু কিশোরের মৃত্যু হয়েছে পাঁচ বছর হলেও তাকে কর পরিশোধের চিঠি পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা কর বকেয়া রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০,৩৮০ টাকা কর বকেয়া রয়েছে।

কাজী রেহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি আমাদের নিয়মিত কাজের অংশ। মৃত করদাতার কর বকেয়া থাকলে তা তার পরিবারের ওপর বর্তায়। তাই এন্ড্রু কিশোরের বকেয়া কর থাকায় পরিবারের পক্ষ থেকে পরিশোধের জন্য চিঠি পাঠানো হয়েছে।”

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুসারে, মৃত করদাতার সম্পদ থেকে আয় থাকলে কর আদায় করা হয়। প্রথমে একজন উত্তরাধিকারীকে কর কর্মকর্তারা প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। এরপর ওই উত্তরাধিকারী প্রতি বছর মৃত ব্যক্তির পক্ষে কর রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করেন। যদি করযোগ্য আয় না থাকে, তাহলে রিটার্ন দিতে হয় না। যতদিন পর্যন্ত সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বাটোয়ারা না হয়, ততদিন মনোনীত প্রতিনিধি ওই কর পরিশোধের দায় বহন করবেন। কর পরিশোধে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

প্রসঙ্গত, এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই মারা যান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে