ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দুদক ও মন্ত্রণালয়ে হিরুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ

২০২৫ সেপ্টেম্বর ১০ ২১:৩৯:২০
দুদক ও মন্ত্রণালয়ে হিরুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বহুল আলোচিত সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, এই ঘটনায় একজন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিএসইসি সূত্র অনুযায়ী, আবুল খায়ের হিরু বর্তমানে সরকারের একটি অধিদপ্তরে কর্মরত। তদন্ত কমিটির প্রতিবেদনে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত অনিয়ম ও কারসাজিতে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিএসইসি।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, তদন্ত প্রতিবেদনটি দুটি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। প্রথমত, আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটি দুদকে পাঠানো হবে। দ্বিতীয়ত, তিনি একজন সরকারি কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও চিঠি পাঠাবে বিএসইসি।

একই শেয়ার কারসাজির ঘটনায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে। এই কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনটি দুদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার এই ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ বাজারে অনিয়ম ঠেকাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি এটি ভবিষ্যতে শেয়ার কারসাজিতে জড়িতদের জন্য একটি কড়া সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে