ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন ঘিরে ফেসবুকে ঝড় তুললেন ইলিয়াস!

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৬:০৫:২৭
ডাকসু নির্বাচন ঘিরে ফেসবুকে ঝড় তুললেন ইলিয়াস!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জামায়াত-শিবিরপন্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমের জন্য প্রকাশ্যে ভোট চেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। একই সঙ্গে নিজেকে ‘পাকিস্তানের পক্ষের শক্তি’ হিসেবেও অভিহিত করেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ইলিয়াস হোসেন লেখেন,“ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন! আমি আগেও বলেছিলাম, সাদিক এবং আবিদ—দুজনই আমার পছন্দের। কিন্তু ছাত্রদলের কিছু নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে, সেটা আসলে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া কিছু না।”

❝৭১-এ জন্ম নিলেও পাকিস্তানের পক্ষে থাকতাম❞

ইলিয়াস হোসেন আরও বলেন,“১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভেঙে যাওয়ার মূল সুবিধা পেয়েছে আওয়ামী লীগ ও ভারত। এরপর থেকে ভারতের স্বার্থে বারবার পাকিস্তানি ট্যাগ ব্যবহার করে বিরোধীদের ঘায়েল করা হয়েছে। এর বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে।”

তিনি দাবি করেন, এই তথাকথিত ‘পাকিস্তানি’ ট্যাগ আসলে ভারতের ‘সফট আর্মস’। যেই এটি ব্যবহার করবে, তাকেই ভারতীয় দালাল হিসেবে চিহ্নিত করা উচিত—এমন মন্তব্যও করেন তিনি।

“৭১ সালে যদি আমার জন্ম হতো, তাহলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম। এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হলে, আমি পাকিস্তানের পক্ষেই থাকবো,” — লেখেন ইলিয়াস।

তিনি আরও দাবি করেন,“ছাত্রদল প্রমাণ করে দিয়েছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। সেই কারণে আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষেই আছি।”

❝সাদিক কায়েমকে ভোট দিন, ভারতীয় প্রার্থীকে হারান❞

পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে ইলিয়াস লেখেন:

“#পাকিস্তানি_প্রার্থী_সাদিক_কায়েম_কে_ভোট_দিন

#ভারতীয়_প্রার্থী_আবিদ_কে_হারান।”

পোস্টের ‘বিশেষ দ্রষ্টব্য’ অংশে ইলিয়াস লেখেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত-পাকিস্তান বিভক্তির রাজনীতি শুরু করে, আমি কিন্তু নিশ্চিতভাবেই পাকিস্তানের পক্ষেই থাকবো, ইনশাআল্লাহ।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“বিরোধিতার বহু পথ আছে, কিন্তু যদি আওয়ামী লীগের অস্ত্র কেউ ব্যবহার করে, তাহলে আমরা কয়েকজনই ধ্বস নামাতে যথেষ্ট। দুই-চার হাজার খলিল-আলম দিয়ে একজন ইলিয়াস হোসেন, পিনাকী বা কনক সরওয়ারকে ঠেকানো যাবে না।”

সবশেষে ইঙ্গিতপূর্ণভাবে বলেন,“এই পোস্টের প্রতিক্রিয়া ৯ তারিখেই দেখতে পাবেন, ইনশাআল্লাহ।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে