ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইসিকে সরাসরি কাঠগড়ায় তুললেন সাদিক কায়েম

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৫:২৩:২৭
ইসিকে সরাসরি কাঠগড়ায় তুললেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি, কিন্তু বহিরাগতদের আনলে সেই নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে?”

ভিপি প্রার্থী সাদিক কায়েম জানান, তিনি ডাকসুকে নিয়মিতভাবে শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবেন। তার ভাষায়, “প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা হয়, ঠিক সেভাবে ডাকসু নির্বাচনও যেন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, সেই কাজ করবো।”

তিনি আরও বলেন, “শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। ডিপার্টমেন্টের মধ্যে যারা ভালো রেজাল্ট করবেন, যাদের একাডেমিক এক্সিলেন্স থাকবে, তাদেরই নিয়োগ দেওয়া হবে। বিগত সময়গুলোতে দেখা গেছে, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হতো—আমরা সেই প্রক্রিয়ার পরিবর্তন আনবো।”

আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বলেন, “আবাসন সংকট দীর্ঘমেয়াদি। আমরা হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো। যে স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে