ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে সরকার

২০২৫ আগস্ট ১০ ০০:১৪:৫১
উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সাকেব সচিব এ বিএম আবদুস সাত্তার উত্থাপিত অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সরকার।

শনিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। সরকার এসব অভিযোগকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ এবং ‘‘জনআস্থার জন্য ক্ষতিকর’’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রমাণ উপস্থাপন বা সংশ্লিষ্টদের পরিচয় না দিয়ে এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

এর আগে শুক্রবার (০৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবং অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তার দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘‘সীমাহীন দুর্নীতি’’র প্রমাণ তার কাছে রয়েছে। তিনি অভিযোগ করেন, এসব উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার তার কাছে সব প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি জনাব আবদুস সাত্তারের কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তা যেন দ্রুত আইনগত ও তদন্তকারী সংস্থার কাছে জমা দেন। প্রমাণ ছাড়া অনুমাননির্ভর বক্তব্য জনপরিসরে আলোচনার জন্য সমীচীন নয়।’’

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে