ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক

২০২৫ আগস্ট ০৯ ১৫:৫৬:৪৪
ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবি তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন মানবপাচারকারী চক্রের সদস্য। এদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজন ফয়েজ ও মিরাজ। তারা সবাই মহেশপুরের পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন রিয়াজ উদ্দিন। কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাদের গতিবিধি অনুসরণ করে আটকে ফেলে।

রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা তাকে তিন দিন আটকে রেখে তিন লাখ ৬০ হাজার টাকা ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। এরপর মহেশপুর থানা পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আটক রিয়াজ আগে থেকেই মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২ মে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন, সেই সময়ও তিনি অবৈধভাবে সীমান্ত পার হচ্ছিলেন বলে জানা গেছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকায় দক্ষিণ আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে