ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

২০২৫ আগস্ট ০৫ ২৩:২৯:৫২
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যাতে আগামী রমজানের আগে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়।”

ভাষণের শুরুতে ড. ইউনূস ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “আজ ৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। দেশের মানুষ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুনে আদালতের এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারের তাচ্ছিল্যপূর্ণ আচরণ, দমন-পীড়ন ও নির্বিচার গুলিবর্ষণের ফলে আন্দোলন দাবানলে রূপ নেয়।

ড. ইউনূস বলেন, “স্বৈরাচারী নির্দেশে পরিচালিত সেই নির্মম হত্যাযজ্ঞের সামনে দাঁড়িয়েছিল এ দেশের ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ। সম্মুখভাগে ছিলেন আমাদের সাহসী নারীরা। গণতন্ত্রের জন্য তারা অকাতরে জীবন উৎসর্গ করেছেন।”

তিনি শহীদদের স্মরণ করে বলেন, “আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাইয়ের সেই সূর্য সন্তানদের, যারা প্রাণ দিয়েছেন। যারা পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, তাদের প্রতিও জাতির পক্ষ থেকে রইলো কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।”

প্রধান উপদেষ্টার এ ভাষণের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রস্তুতির নতুন ধারা শুরু হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে