ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলল জামায়াত

২০২৫ আগস্ট ০৫ ১৮:৪২:০৬
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত জনসভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামি।

দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,"আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।"

ডা. তাহের বলেন,“ঘোষণাপত্রে সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো নির্দেশনা নেই। আমরা শুনেছিলাম ৫ আগস্ট থেকেই এটি বাস্তবায়ন শুরু হবে, কিন্তু কবে থেকে বা কীভাবে বাস্তবায়ন হবে—সেই বিষয়ে কোনো স্পষ্টতা নেই।”

ছোট মূলধনী কোম্পানির বড় চমক

তিনি আরও অভিযোগ করেন,“আন্দোলনে শহিদ ও আহত ব্যক্তিদের নিয়ে ঘোষণায় কোনো দিকনির্দেশনা নেই। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ভাতা বা পুনর্বাসনের কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।”

ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান জানাতে তিনি বলেন,“বিষয়টি নিয়ে আমরা দলের নির্বাহী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করব। এরপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে