ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবিও টিকল না

২০২৫ আগস্ট ০৪ ১১:৩৫:২৯
শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবিও টিকল না

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের ফোন পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন ছবিটি সরিয়ে ফেলেন।

প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন,“বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে আমি নিজেই ছবিটি খুলে এনে বিদ্যালয়ের একটি আলমারির ওপরে তুলে রেখেছি।”

সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন,“দেশের সাম্প্রতিক পটপরিবর্তনের পর উপজেলার সব স্কুল থেকেই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা নেই। আমি বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষিকাকে জানালে তিনি ছবি সরিয়ে ফেলেন।”

এর আগে শামিমা ইয়াছমিন বলেছিলেন,“আমার বাবা মইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা। আমি নিজে থেকে বঙ্গবন্ধুর ছবি সরাব না। কেউ সরালে সেটা তার সিদ্ধান্ত। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি, ভালোবাসি—তার অপমান চাই না।”

এ ঘটনা নিয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার না করেও কেবল একটি দলের নেতার ছবি ঝুলিয়ে রাখাকে তারা পক্ষপাতমূলক মনে করছেন। তাদের দাবি, ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার সম্মান রক্ষা করা উচিত।

নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন,“গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেবল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হয়েছে। এতে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ও রাজনৈতিক শক্তির ভূমিকা আড়াল করা হয়েছে।”

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেছারাবাদ উপজেলার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। কেবল সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে তখনও ছবিটি ঝুলন্ত অবস্থায় ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে