ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য

২০২৫ আগস্ট ০৪ ১১:২৩:৩৩
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণে দুটি গুরুত্বপূর্ণ দলিল—'জুলাই ঘোষণাপত্র' এবং 'জুলাই সনদ'—নিয়ে আলোচনা চলছে। অনেকেই এই দুটি বিষয়কে এক করে দেখলেও, এগুলোর উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। একটি জাতির স্বপ্নের রূপরেখা, অন্যটি সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা।

জুলাই ঘোষণাপত্র: জাতির স্বপ্নের দলিল

জুলাই ঘোষণাপত্র হলো ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি জাতির আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং দেশের সব মানুষের সম্মিলিত স্বপ্নের দলিল। এর মূল ভিত্তি হলো শত শত বছর ধরে এদেশের মানুষের মুক্তির সংগ্রাম, মর্যাদা ও সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই। সিপাহী বিদ্রোহ, ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক-শ্রমিকের সংগ্রাম এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় এই ঘোষণাপত্র একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন তুলে ধরবে।

ঐক্যমত্ত্ব কমিশনের আলোচনা অনুযায়ী, এই ঘোষণাপত্রটি কোনো আবেগহীন দাপ্তরিক নথি হবে না। এর প্রতিটি শব্দে গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠবে। আগামী ৫ আগস্ট, ফ্যাসিবাদী সরকারের পতন দিবসের বর্ষপূর্তিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির সামনে এই ঘোষণাপত্র পাঠ করবেন বলে আশা করা হচ্ছে।

জুলাই সনদ: স্বপ্ন পূরণের পথনকশা

অন্যদিকে, জুলাই সনদ হলো ঘোষণাপত্রে বর্ণিত স্বপ্নগুলো বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ। যদি ঘোষণাপত্র হয় 'ময়নাদ্বীপ' বানানোর স্বপ্ন, তবে সনদ হলো সেই দ্বীপটি গড়ার জন্য প্রয়োজনীয় ইট, বালি, সিমেন্ট ও নকশার মতো।

এই সনদে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, ক্ষমতার ভারসাম্য কীভাবে নিশ্চিত করা হবে, এবং সংস্কার কমিশনগুলোর সুপারিশ কীভাবে বাস্তবায়ন করা হবে তার বিস্তারিত রূপরেখা থাকবে। এটি একটি আইনগত ভিত্তি পাবে এবং এর স্ট্যাটাস বা মর্যাদা নিশ্চিত করা হবে, যা সংবিধানের ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাজনৈতিক দলগুলোকে এই সনদে স্বাক্ষর করতে হবে, তবে তা কোনো ফাঁপা প্রতিশ্রুতি হবে না। এটি বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরেই স্বাক্ষরিত হবে, যাতে রাষ্ট্র গণঅভ্যুত্থানের আগের অবস্থায় ফিরে যেতে না পারে।

মূলত, ঘোষণাপত্র জাতির আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা বলবে, আর সনদ সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় আইন, কাঠামো এবং সংস্কারের পথ দেখাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে