ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

আ.লীগের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্পষ্ট করলেন সোহেল তাজ

২০২৫ আগস্ট ০৪ ১১:০৬:২৩
আ.লীগের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্পষ্ট করলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ এখন একটি দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে এবং এর পুরো শরীরেই পচন ধরেছে। তাই এই দলের দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, "আমি হতাশ। বাংলাদেশের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। আগামী ৩০-৪০ বছরেও আমরা এই নোংরা, পচা, নষ্ট রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারব না।"

দুই বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রতি তার সমর্থনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, "সেই আওয়ামী লীগ ছিল নীতি-আদর্শ কেন্দ্রিক একটি দল। আর আজকের আওয়ামী লীগ যা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ এ করাপ্ট মাফিয়া লীগ।" তিনি আরও যোগ করেন, "মাছের পচন শুরু হয় মাথা থেকে। আমাদেরও একই অবস্থা হয়েছে। পচন শুরু হয়েছে মাথা থেকে এবং আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে।"

আওয়ামী লীগের নেতৃত্বে ফেরার সম্ভাবনা নিয়ে সোহেল তাজ বলেন, "আমার কোনো এক্সপেক্টেশন নাই এই দল থেকে। কারণ যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে এই রিয়ালাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করার আগ্রহ বোধ করি না।"

সোহেল তাজ মনে করেন, ২০০১ সালের নির্বাচনে ভরাডুবির পর আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু দলটি তা না করে দমন-পীড়ন, হত্যা-গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নিয়েছে। যার ফলে তৃণমূলের নেতাকর্মীরাও এই চক্রে আক্রান্ত হয়েছে এবং দলটি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "মুক্তিযুদ্ধের যে তাৎপর্য সেটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এতদিন সকল অনিয়ম, দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে।"

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং নতুন রাজনৈতিক দল এনসিপি (NCP) প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং এর কোনো একক নেতা ছিল না। নতুন দলটিকে তিনি স্বাগত জানিয়ে বলেন, "আমি আশাবাদী হতে চাই। আমি চাই ওরা সাকসেসফুল হোক।" তবে তিনি তাদের সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন। তার মতে, তাদের একটি প্রেসার গ্রুপ হিসেবে থাকা উচিত ছিল।

বিএনপি প্রসঙ্গে সোহেল তাজ বলেন, "বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল। আগামী তিন-ছয় মাসের ভেতর নির্বাচন হলে নিশ্চিত তারা জয়লাভ করবে।" তবে দলটির নেতৃত্ব পর্যায়ে কিছু দুর্বলতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, "এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি খুব হতাশ। আমি কোনো ভালো কিছু দেখছি না। এটা তো একটা পচন ধরা দল।" তিনি স্পষ্ট জানান, বর্তমান আওয়ামী লীগে তার ফেরার কোনো আগ্রহ নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে