ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বড় উত্থান: আলোচনায় ১০ কোম্পানি

২০২৫ আগস্ট ০৩ ১৮:৩৯:৩৫
শেয়ারবাজারে বড় উত্থান: আলোচনায় ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৬.১৪ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই রেকর্ড উত্থানের নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। সূচক উত্থানে প্রায় ৫০% পয়েন্ট বাড়িয়েছে এই ১০ কোম্পানি। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচক উত্থানে নেতৃত্ব দেয়া কোম্পানি ১০টি হলো- গ্রামীনফেন, রবি আজিয়েটা, ইসলামিক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জহোলসিম, বিএসআরএম লিমিটেড, ম্যারিকো, এমজেএলবিডি এবং পূবালী ব্যাংক। এই ১০ কোম্পানি ডিএসইর সূচকে প্রায় ৫০ পয়েন্ট।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে গ্রামীনফোন। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ৯.৬৭ পয়েন্ট। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৮ টাকা ৫০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩১৩ টাকা থেকে ৩১৯ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে রবি আজিয়েটা। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৩.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৭০ পয়সা থেকে ২৮ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইর সূচকে ৫ পয়েন্টের বেশি যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৫.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪০ পয়সায়। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৪৬ টাকা থেকে ৪৮ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১০ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন প্রায় ৫ পয়েন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি ৩ পয়েন্ট, লাফার্জহোলসিম ৩ পয়েন্ট, বিএসআরএম লিমিটেড ৩ পয়েন্ট, ম্যারিকো প্রায় ৩ পয়েন্ট, এমজেএল বিডি ৩ পয়েন্ট এবং পূবালী ব্যাংক ৩ পয়েন্টের বেশি যোগ করেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে