ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বিশাল আয়োজন

২০২৫ আগস্ট ০৩ ১৮:৩২:০৩
জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বিশাল আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র ও জনসাধারণের যাতায়াত নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন চালু করছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেন পরিচালনার জন্য ইঞ্জিন হায়ার চার্জ, যাত্রী ভাড়া ও অন্যান্য প্রযোজ্য খরচ মিটিয়ে পুরো আয়োজন বাস্তবায়ন করা হবে। তবে ৮ জোড়া ট্রেনের মোট ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।

স্বীকৃত রুটসমূহ হলো:

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম

জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর

নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ

নরসিংদী-ঢাকা-নরসিংদী

সিলেট-ঢাকা-সিলেট

রাজশাহী-ঢাকা-রাজশাহী

রংপুর-ঢাকা-রংপুর

ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা

এর আগে, জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ৪ জোড়া বিশেষ ট্রেন ব্যবহারে প্রায় ৩২ লাখ টাকা খরচ হয়েছিল। একইভাবে আজ (৩ আগস্ট) শাহবাগে ছাত্রদলের এক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে, যার ব্যয় প্রায় ১০ লাখ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে