ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

৫ আগস্ট ব্যাংক ও শেয়ারবাজারে ছুটি

২০২৫ আগস্ট ০৩ ১৮:১৩:০২
৫ আগস্ট ব্যাংক ও শেয়ারবাজারে ছুটি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারেও (ডিএসই ও সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক সার্কুলারে এই তথ্য জানানো হয়। সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষর করেন।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্ট এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে ব্যাংক সূত্রে জানা গেছে, ছুটির দিনেও অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি গ্রাহকরা এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ব্যবহার করে টাকা উত্তোলন ও জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে