ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

২০২৫ আগস্ট ০৩ ১১:২৯:১৬
যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানোর পর শেয়ারবাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব দেখা গেছে। রোববার (৩ আগস্ট) লেনদেনের শুরুতেই দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—সবকটি মূল্য সূচকে বড় উত্থান ঘটে।

বিশেষ করে বস্ত্র খাতের কোম্পানিগুলো দামের উল্লম্ফনে নেতৃত্ব দিয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৫টির শেয়ারদাম বেড়েছে। শুধু একটি কোম্পানির দাম কমেছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে প্রায় ৪২১ কোটি টাকার বেশি লেনদেন হয়। একই সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ২৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৫৪টির কোনো পরিবর্তন হয়নি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২১৮ পয়েন্ট। এ সময় লেনদেন হয় ২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৮৯টির মধ্যে ৬৩টির দাম বেড়েছে, ৯টির কমেছে, আর ১৭টির কোনো পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা কমিয়ে ২০ শতাংশে নামানো সম্ভব হয়। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে