ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যান্ডউইডথ সরবরাহে সাবমেরিন কেবলসের নতুন মাইলফল

২০২৫ আগস্ট ০২ ২২:৪৫:৫৭
ব্যান্ডউইডথ সরবরাহে সাবমেরিন কেবলসের নতুন মাইলফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে নতুন মাইলফলকে পৌঁছেছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি চার টেরাবাইট প্রতি সেকেন্ড গতির ব্যান্ডউইডথ সরবরাহে সক্ষম হয়, যা একটি রেকর্ড।

ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ এপ্রিল বিএসসিপিএলসি তিন টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহে পৌঁছেছিল। মাত্র তিন মাসেই আরও এক টেরাবাইট সরবরাহ সক্ষমতা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর আগের আট মাসে প্রতিষ্ঠানটির ব্যান্ডউইডথ সরবরাহ বেড়েছিল ১.১০ টেরাবাইট।

জুলাই মাসে কৃত্রিম উপগ্রহভিত্তিক স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে দেশে প্রথমবারের মতো ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সংযোজিত হয়। এর ঠিক পরেই আগস্টে বিএসসিপিএলসির এই অর্জন এলো।

ফয়েজ আহমদ বলেন, “আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে বিএসসিপিএলসির ৬৫ শতাংশের বেশি ব্যান্ডউইডথ ক্যাপাসিটি অব্যবহৃত ছিল। বর্তমান সরকারের মেয়াদকালে সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটের বেশি, এবং গত এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১২০ শতাংশেরও বেশি।”

এই সাফল্যের পেছনে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সক্রিয় ভূমিকা এবং দুই দফা মূল্যছাড়— বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথে বিএসসিপিএলসির অংশ ক্রমেই বাড়ছে, ফলে কোম্পানির রাজস্ব আয়েও এসেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে