ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপিকে নিয়ে চরম বাস্তব চিত্র তুলে ধরলেন মাহবুব উল্লাহ

২০২৫ জুলাই ০৮ ১২:৩৯:৩৫
বিএনপিকে নিয়ে চরম বাস্তব চিত্র তুলে ধরলেন মাহবুব উল্লাহ

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ঘিরে সাম্প্রতিক এক স্পষ্ট ও সমালোচনামূলক মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল্লাহ। বিএনপির পরিচিত শুভাকাঙ্ক্ষী হিসেবেও পরিচিত এই প্রাক্তন অধ্যাপক সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন,“আপনারা বিএনপিকে প্রতিষ্ঠিত দল বলছেন, কিন্তু আমি সেভাবে মনে করি না। দলটি এখনো সেভাবে সংগঠিত নয়, এবং নাগরিক সমাজে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল।”

তিনি প্রশ্ন তোলেন, বিএনপির পাশে কজন লেখক, সাংবাদিক, কবি, ইতিহাসবিদ বা সমাজতত্ত্ববিদ আছেন? তার মতে, এই সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অনুপস্থিতিই দলটির অন্যতম প্রধান দুর্বলতা। “আওয়ামী লীগের সঙ্গে এমন লোকজন অনেক বেশি ছিল, যদিও তারা সঠিক ভূমিকা রাখতে পারেনি।” – মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক শিক্ষা ও আদর্শের অভাব

ড. মাহবুবুল্লাহ বলেন,“বিএনপির কর্মীরা রাজনৈতিক শিক্ষায় যথাযথভাবে দীক্ষিত নয়। কিছু সেমিনার-ওয়ার্কশপ হচ্ছে বিক্ষিপ্তভাবে, কিন্তু ধারাবাহিক কোনো আদর্শচর্চা নেই। যা থাকা উচিত ছিল বই, লেখালেখি ও চিন্তাচর্চার মাধ্যমে।”

তিনি আরও বলেন,“বিএনপির কর্মীরা আবেগে দল করে, শীর্ষ নেতৃত্বের প্রতি ভালোবাসা আছে ঠিক, কিন্তু রাজনৈতিক গতি-প্রবাহে এসব যথেষ্ট নয়।”

নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, জনগণের আস্থা সংকট

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন,“আওয়ামী লীগ বিদায় নিলেও বিএনপির ওপর জনগণের প্রত্যাশা তৈরি হচ্ছে না। কারণ, জনগণের আস্থা অর্জনে বিএনপি ব্যর্থ হচ্ছে। আমি নিজেও এ বিষয়ে উদ্বিগ্ন।”

বিরোধী কণ্ঠে সৌজন্যের অভাব

সরকারবিরোধী অবস্থানে বিএনপির ভাষা ও কৌশল নিয়ে ড. মাহবুবুল্লাহ বলেন,“অনেক সময় তাদের বক্তব্য অসৌজন্যমূলক পর্যায়ে চলে গিয়েছিল, যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। ঠাণ্ডা মাথায় বিষয়গুলো তুলে ধরলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।”

এ বিষয়ে তিনি খালেদা জিয়ার একটি মন্তব্যও উদ্ধৃত করেন, “এই সরকারের বিরোধিতা করে আমাদের কি লাভ?” এই মন্তব্যের পরেই বিএনপির কিছুটা সংযত রাজনৈতিক আচরণ লক্ষ্য করা গেছে বলে তিনি মনে করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে