ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

২০২৫ জুলাই ০৩ ১২:৫১:২৩
কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্টে লিখেছেন,“এখন পদত্যাগ করা উচিত! অনেক দেরি হয়ে গেছে!”

পোস্টের সঙ্গে তিনি একটি সংবাদের লিংকও শেয়ার করেন, যেখানে বলা হয়েছে—যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডের সদরদপ্তরের সংস্কার খরচ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, ট্রাম্পই ২০১৮ সালে জেরোম পাওয়েলকে ফেড চেয়ারম্যান পদে নিয়োগ দেন, তবে পরে সুদের হার না কমানোয় তিনি বারবার পাওয়েলকে সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, ফেড যদি আগেভাগে হার কমাত, অর্থনীতি আরও চাঙ্গা হতো।

এক পর্যায়ে ট্রাম্প বলেছিলেন, তিনি পাওয়েলকে বরখাস্ত করতে চান না, যদিও এবার তার বক্তব্যে অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে।

তবে জেরোম পাওয়েলকে সরানো ট্রাম্পের পক্ষে সহজ নয়।যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করা যায় না, যদি না গুরুতর কোনো অপরাধ প্রমাণিত হয়।

১৯৩৫ সালের এক সুপ্রিম কোর্টের রায়ে এ বিধান সংরক্ষিত। একইসঙ্গে, ফেডারেল রিজার্ভ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, জানিয়েছে বিবিসি।পাওয়েল বলেছিলেন, “ট্রাম্পের শুল্ক না থাকলে হার কমানো হতো”

সাম্প্রতিক এক বৈঠকে পাওয়েল বলেন,“যদি ট্রাম্পের শুল্কনীতি না থাকত, তাহলে ফেড আগেই সুদের হার কমিয়ে দিত।”এই বক্তব্যও রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।

ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন,“জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত ও বিভ্রান্তিকর সাক্ষ্য নিয়ে কংগ্রেসকে তদন্ত করা উচিত। এতেই বোঝা যাবে—তাকে সরানোর যথেষ্ট কারণ আছে।”

তিনি দাবি করেন, ফেড সদরদপ্তরের বিলাসবহুল সংস্কার ব্যয় নিয়ে পাওয়েল সেনেটকে বিভ্রান্ত করেছেন।

জেরোম পাওয়েল আগেই ঘোষণা দিয়েছিলেন,“প্রেসিডেন্ট বললেও আমি পদত্যাগ করব না।”

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট ফেড চেয়ারকে সরাতে পারেন না, তবে ডোনাল্ড ট্রাম্প অতীতে বহুবার স্বাধীন সংস্থার প্রধানদের সরিয়ে দিয়েছেন, যার অনেকটাই আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে