ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ডিএমপি

২০২৫ জুলাই ০৩ ১১:৪০:৫৭
কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ

আতশবাজি ও পটকা ফোটানো কঠোরভাবে নিষিদ্ধ

এই নিষেধাজ্ঞা ১০ মহররম ১৪৪৭ হিজরি (৬ জুলাই ২০২৫) তারিখে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল শুরুর সময় থেকে শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

ডিএমপি জানিয়েছে, অতীতে কিছু ব্যক্তি ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিলে অংশ নিয়ে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ব্যাহত করে।

তাই আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে