ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

২০২৫ জুলাই ০৩ ১১:২৬:৩৮
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কারাগারে কর্মরত ৩৩ জন ডেপুটি জেলারকে একযোগে বদলি বা পদায়ন করেছে বাংলাদেশ কারা অধিদপ্তর। বুধবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, কারা অধিদপ্তরের সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে বদলি হওয়া ডেপুটি জেলারদের মধ্যে রয়েছেন:

মো. মফিজুল ইসলাম: বাগেরহাট → ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)

তৌহিদুল ইসলাম: কুমিল্লা → চট্টগ্রাম

রাশেদুল হাসান রিগ্যান: কুমিল্লা → ফেনী

আব্দুস সোবহান: কক্সবাজার → যশোর

তানজিল হোসেন: ঢাকা (কেরানীগঞ্জ) → খুলনা

সাইফুল ইসলাম: ঢাকা (কেরানীগঞ্জ) → কাশিমপুর (পার্ট-১)

তরিকুল ইসলাম: কাশিমপুর → কক্সবাজার

সাদ্দাম হোসাইন: কাশিমপুর → ফরিদপুর

শেফালী আকতার: কাশিমপুর মহিলা কারাগার → ফরিদপুর

শিল্পী আক্তার: কাশিমপুর হাইসিকিউরিটি → কুষ্টিয়া

আনন্দ কুমার শীল: কাশিমপুর হাইসিকিউরিটি → বরিশাল

রেজাউল করিম: কাশিমপুর হাইসিকিউরিটি → কুমিল্লা

রুবাইয়া সন্ধি: মুন্সিগঞ্জ → কেরানীগঞ্জ মহিলা কারাগার

সেলিনা আক্তার রেখা: জামালপুর → শেরপুর

ইব্রাহীম: দিনাজপুর → বাগেরহাট

খাতুনে জান্নাত: নীলফামারী → দিনাজপুর

রুকাইয়া পারভিন: নাটোর → ঢাকা (কেরানীগঞ্জ)

পিটার ঘোষ: বরগুনা → নরসিংদী

তানিয়া ফারজানা: মৌলভীবাজার → কাশিমপুর মহিলা

মঈনুল হক আল মামুন: খুলনা → রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র

মনিরুল হাসান: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ → প্রেষণ প্রত্যাহার

(বাকি বদলিকৃতদের তালিকা সংক্ষেপের স্বার্থে এখানে উল্লেখ করা হয়নি। প্রয়োজন হলে পূর্ণ তালিকা সংযুক্ত করা যাবে।)

কারা অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে