ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

অর্থবছরের শুরুতেই চমক: এক রাতে ৪ বিদেশি জাহাজ

২০২৫ জুলাই ০২ ১১:৪৮:৩১
অর্থবছরের শুরুতেই চমক: এক রাতে ৪ বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪–২৫ অর্থবছরের শুরুতেই মোংলা সমুদ্রবন্দরে নতুন ইতিহাস। একই রাতে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য খালাস করছে, যা বন্দরটির ক্রমবর্ধমান সক্ষমতা এবং ভবিষ্যতের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতেই একযোগে ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটিতে ভিড়ে চারটি বিদেশি জাহাজ।

৫ নম্বর জেটি: সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেস্টু’ নিয়ে আসে ২৯৯ টিইইউজ (TEUs) কনটেইনার।

৬ নম্বর জেটি: পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’ চিটাগুড় নিয়ে আসে।

৭ নম্বর জেটি: রূপপুর পারমাণবিক প্রকল্পের মেশিনারি নিয়ে ভেড়ে সিয়েরা লিওনের ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’।

৯ নম্বর জেটি: পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে পানামার ‘এমভি ডি এস প্রপার্টি’।

তিনি আরও জানান, এই সময় বন্দরের চ্যানেলের বিভিন্ন স্থানে—হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি—সহ মোট ১৪টি বিদেশি জাহাজ পণ্য খালাসে নিয়োজিত ছিল। এসব জাহাজে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের যন্ত্রাংশ ছাড়াও রয়েছে কয়লা, চাল, সার, ক্লিংকার, চিটাগুড়, এলপিজি, পাথর ও সিমেন্ট তৈরির কাঁচামাল।

মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, “মোংলা এখন ব্যবসায়ীদের কাছে একটি সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব বন্দর হিসেবে পরিচিত। এখানে যদি আরও কিছু সুযোগ-সুবিধা বাড়ানো হয়, তাহলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহ দেখাবেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে যারা এ বন্দরের সুযোগ নিয়ে দুর্নীতি করেছে, তারা আজ পর্দার আড়ালে। এখন নতুন উদ্যোক্তারা আসছেন, যাদের সহযোগিতায় বন্দরকে আরও কার্যকর করে তুলতে হবে।”

উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, “জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ প্রতিটি ক্ষেত্রে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছেন। গুদাম ও অবকাঠামো সুবিধা বাড়ানোয় পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করছেন মোংলাকে একটি আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে। একসঙ্গে চারটি বিদেশি জাহাজের পণ্য খালাস তারই সফল প্রমাণ।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে