ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইরানে হামলার পর মুখ খুললেন জামায়াতের আমির

২০২৫ জুন ২৩ ১৯:৩৮:৩৪
ইরানে হামলার পর মুখ খুললেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক : ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন, নীতিমালা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ।”

তিনি আরও বলেন, “এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

বিবৃতিতে ডা. শফিকুর রহমান মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের একটি বক্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, “মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির সাম্প্রতিক শুনানিতে তুলসি গ্যাবার্ড স্বীকার করেছেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—এই অবস্থায় ইরানের বিরুদ্ধে এমন সামরিক পদক্ষেপ গ্রহণ মিথ্যা ও অনুমান নির্ভর অজুহাতের ওপর ভিত্তি করে হয়েছে।”

তিনি এটিকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য “চরম হুমকি” হিসেবে বর্ণনা করেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে, “এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই—তারা যেন এই আগ্রাসী হামলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে জাতিসংঘকে অবশ্যই সক্রিয় ভূমিকা নিতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে