ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিলা ইসরাফিলের নিশানায় এবার ব্যারিস্টার ফুয়াদ

২০২৫ জুন ২৩ ১১:৩৯:২০
নিলা ইসরাফিলের নিশানায় এবার ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন আলোচনায় এসেছেন আলোচিত ব্যক্তিত্ব নিলা ইসরাফিল। এবার তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন। এই অভিযোগ তিনি রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে উত্থাপন করেছেন।

নিলা ইসরাফিল ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদের কড়া সমালোচনা করে লেখেন, "একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।"

তিনি ব্যারিস্টার ফুয়াদের ভূমিকাকে "সত্যের মুখোশ" পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সমতুল্য বলে আখ্যায়িত করেন। নিলা ইসরাফিল অভিযোগ করে বলেন, "একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বুঝে নিতে হয় — আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়।"

নিলা ইসরাফিল প্রশ্ন তুলে বলেন, "যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না — তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে।" নিলা ইসরাফিল ব্যারিস্টার ফুয়াদের কাছে স্পষ্ট জবাব চেয়েছেন: "আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে? একজন অভিযুক্ত পুরুষের, নাকি সেই নারীর – যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে? আইনের অপব্যবহার নয়, ন্যায়ের প্রতিষ্ঠা চাই।"

ব্যারিস্টার ফুয়াদ ইসরাফিলের বিরুদ্ধে “ফোন আলাপ বিক্রি” সংক্রান্ত অভিযোগের জবাবে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নিলা ইসরাফিল। এক ফেসবুক পোস্টে তিনি ব্যারিস্টারের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আপনি বলেছেন, আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি। যেহেতু আপনি গণমাধ্যমে এই কথা বলেছেন, নিশ্চয়ই আপনার কাছে এর প্রমাণ রয়েছে। অনুগ্রহ করে তা প্রকাশ করুন। যদি সত্যিই আপনি ন্যায়বিচার চান, তবে নারীর কণ্ঠকে থামাতে নয়—শুনতে শিখুন।”

তবে এই বিস্ফোরক পোস্টটি প্রকাশের প্রায় আধাঘণ্টা পরেই নিলা তা তার ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলেন, যা নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি শুধুমাত্র ব্যক্তিগত বিতর্কে সীমাবদ্ধ নেই—এটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারী অধিকার, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায়বিচার নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে