ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

একমাত্র ছেলেকে হত্যার নেপথ্যে যে কারণ 

২০২৫ জুন ১৯ ১৬:৫৩:২৩
একমাত্র ছেলেকে হত্যার নেপথ্যে যে কারণ 

নিজস্ব প্রতিবেদক : নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা। এ ঘটনায় সহযোগিতা করেন মা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল হাসান।

নিহত জনি সরকার (২৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুণা সরকার ও অসিতা রানী সরকারের ছেলে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও একপূত্রকে নিয়ে ভাড়া থাকেন। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন করুণা সরকার। তার ছেলে জনি মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায়ই জনি তার বাবা-মাকে মারধর ও মানসিক নির্যাতন করতেন।’

তিনি আরো বলেন, ‘গত ১৬ জুন রাতেও জনি তার বাবা-মাকে মারধর করেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুণা সরকার আঘাত করেন। এতে তিনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেন করুণা সরকার। পরের দিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে জনির বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

এ ঘটনায় করুণা সরকার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।’

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে