ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

‘আমাকে গুলি করে মেরে ফেলো’: শেখ হাসিনা

২০২৫ মে ২৭ ১০:৩০:৩০
‘আমাকে গুলি করে মেরে ফেলো’: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পেছনে এক নাটকীয় ঘটনা ঘটেছিল—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে।

গত ২৫ মে রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি জানান, ৫ আগস্ট সকালে গণভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সেনাবাহিনীর পারফরম্যান্স নিয়ে শেখ হাসিনার মন্তব্যের জবাবে জানান, পুলিশের সক্ষমতা শেষ প্রান্তে, গোলাবারুদ ফুরিয়ে এসেছে এবং বাহিনী ক্লান্ত। তখন সামরিক কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দেন।

প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এ সময় শেখ হাসিনা ক্ষোভে বলেন, “তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দাও।”

পরে তাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে পুনরায় পদত্যাগের অনুরোধ জানানো হয়। ছোট বোন শেখ রেহানা তাকে বোঝানোর চেষ্টা করেন, এমনকি একপর্যায়ে তার পা জড়িয়ে ধরেন। এরপর শীর্ষ সামরিক কর্মকর্তারা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন।

তাদের পক্ষ থেকে জয়কে বলা হয়, “মায়ের জীবন রক্ষার একমাত্র উপায় এখনই পদত্যাগ।” এই কথার প্রেক্ষিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগে রাজি হন এবং সেনাপ্রধানের জাতির উদ্দেশে ভাষণের আগে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

এই ঘটনাগুলো শুনানিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উঠে আসে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে