ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

শিক্ষকদের জন্য ঈদের আগে বড় সুখবর

২০২৫ মে ২৭ ০৮:৩৬:৪৩
শিক্ষকদের জন্য ঈদের আগে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে এ শ্রেণির শিক্ষকরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ পাবেন, যা আগে ছিল ২৫ শতাংশ।

সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, এই সিদ্ধান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে। এ সিদ্ধান্ত আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে।

তবে এমপিওভুক্ত কর্মচারীদের জন্য উৎসব ভাতার হার পূর্বের মতো ৫০ শতাংশই বহাল থাকবে।

বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি, আর বাকি প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে মোট প্রায় ৫.৫ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে