ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

বিয়ে হচ্ছে না যে এলাকার মেয়েদের

২০২৫ মে ২৭ ০৮:০৩:৩০
বিয়ে হচ্ছে না যে এলাকার মেয়েদের

নিজস্ব প্রতিবেদক: গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়া গ্রামে ৪০ বছরেরও বেশি সময় ধরে একমাত্র চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে রয়েছে। রাস্তা না থাকায় হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়।

বৃষ্টির সময় দুর্ভোগের মাত্রা আরও বাড়ে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের জন্য ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে না। ফলে অনেক নারীর বিয়েই হচ্ছে না।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে কাবিটা প্রকল্পে চলতি বছরের ৩১ মার্চ থেকে ১১০০ ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্মাণকাজের মুখে স্থানীয় প্রভাবশালী রফ শেখ ও তার পরিবারের ঘর তোলার কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে একাধিক গ্রামবাসী জানান, দ্রুত ঘরটি সরিয়ে রাস্তার কাজ সম্পন্ন হলে হাজারো মানুষের ভোগান্তি কমবে।একজন শিক্ষার্থী লিমিয়া বলেন, “আমাদের খুব প্রয়োজন এই রাস্তাটা। তাহলে আমরা স্কুলে যেতে পারব, অনেক সুবিধা হবে।”গৃহবধূ মর্জিনা বলেন, “অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না, দুর্ঘটনাও হয়।”

স্থানীয় বিএনপি নেতা মনির খান বলেন, “সবাই চায় রাস্তা হোক, শুধু দুইটি বাড়ির আপত্তি রয়েছে।”অভিযুক্ত রফ শেখ অবশ্য দাবি করেন, “এটি আমাদের নিজস্ব জমি। আমাদের জমির ওপর দিয়ে রাস্তা দেব না।”

তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। তিনি বলেন, “এটি একটি স্থানীয় সমস্যা। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার সমন্বয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে