ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

২০২৫ মে ২৬ ১৬:০৭:২২
হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দেশের দুটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে।

আদালত অবমাননার অভিযোগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’— এমন মন্তব্য শোনা যায়। বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষা করে এবং তা শেখ হাসিনার কণ্ঠস্বর বলে শনাক্ত করার দাবি করে।

এই অডিওর ভিত্তিতে আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ ও হুমকির অভিযোগ এনে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তদন্ত সংস্থা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর আদালত শেখ হাসিনাকে হাজির হতে নোটিশ দেয় এবং তা পত্রিকায় প্রকাশের নির্দেশ দেন।

গত ৩০ এপ্রিল বিষয়টি প্রথম গণমাধ্যমের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “একটি অডিও বার্তায় বলা হয়েছে— ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ এ বক্তব্য বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত ও ভয়ভীতি প্রদর্শনের শামিল। আমরা বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি।”

বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখে শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাজির না হলে আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে