ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

আন্দোলনকারীদের বিরুদ্ধে মুখ খুললেন হাসনাত

২০২৫ মে ২৬ ১৬:০২:২৭
আন্দোলনকারীদের বিরুদ্ধে মুখ খুললেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, সচিবালয়ে চলমান আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা পূর্ববর্তী সরকারকে সমর্থন দিয়েছেন। সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে আয়োজিত জনসভার মঞ্চ থেকে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, "সরকারি সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে।" এনবিআরকে তিনি “দুর্নীতির আঁতুড়ঘর” বলেও আখ্যায়িত করেন।

এই পথসভা অনুষ্ঠিত হয় জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে। সেখানে আরও বলা হয়, রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

এদিকে, 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে মিছিল করেন তারা।

আন্দোলনকারীরা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ হিসেবে আখ্যা দিয়ে বলছেন, এটি বাস্তবায়িত হলে তাদের অধিকার খর্ব হবে এবং তারা কর্মকর্তাদের রোষানলে পড়বেন।

তাদের দাবি, ১৯৭৯ সালের চাকরি বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছে, সেটি পুনরায় ফিরিয়ে এনে সরকার বিতর্ক সৃষ্টি করেছে। কর্মচারীরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন—এই আইন বাতিল না হলে তারা আইন মন্ত্রণালয়ের রুমে তালা ঝুলিয়ে দেবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে