ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী

২০২৫ মে ২৬ ১৫:১৫:৩৩
হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। এরপর তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের একটি মামলায় হাজিরার জন্য আদালতে আনা হন কামরুল ইসলাম। হাজতখানায় প্রসাবের জন্য যাওয়ার অনুমতি দিলে তিনি টয়লেটে যান। হাই ব্লাড প্রেসারের রোগী হওয়ায় মাথা ঘুরে পড়ে যান এবং মাথার পেছনে কেটে রক্তাক্ত হন।

আইনজীবী নাসিম মাহমুদ জানান, কামরুল ইসলাম দীর্ঘদিন জেলহাজতে আছেন এবং পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। শারীরিক অবস্থার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) তারেক জোবায়েরও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাজতখানায় আনার পর তিনি হাই প্রেসারে মাথা ঘুরে পড়ে গেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল পাঠানো হয়েছে।’

মামলার তদন্ত এখনো চলমান। আদালত তাকে হাজিরার স্বাক্ষর নিয়ে আবার কারাগারে পাঠিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে