ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

জবির বাস্তবতা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সারজিস

২০২৫ মে ১৫ ১৬:০১:০৭
জবির বাস্তবতা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে লাগাতার সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেও দাবি আদায় না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন—“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন?”

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস এসব মন্তব্য করেন।

সারজিস লিখেন, “গতকাল রাতে লং মার্চ এবং রাস্তায় অবস্থান করার পরও আজ আবার শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো কেন? ছাত্রদের ন্যায্য দাবিগুলো তো দিনের আলোর মতো পরিষ্কার—তা মেনে নিতে এত গড়িমসি কেন?”

তিনি আরও বলেন, “ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের আজও নিজস্ব আবাসিক হল নেই—এটা কী রাষ্ট্রের ব্যর্থতা নয়?”

জবি শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস বলেন, “যে সদরঘাট এলাকায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, সেটা ঢাকার সবচেয়ে বসবাস-অনুপযোগী এলাকা। হাজার হাজার শিক্ষার্থী এখানে কীভাবে থাকে, সেটা নিয়ে কারও মাথাব্যথা নেই।”

আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও দখলদারিত্ব প্রসঙ্গে সারজিস লিখেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশের বহু জায়গা এতদিন দখলে রেখেছিল আওয়ামী লীগের কর্মীরা। সরকার পরিবর্তনের পরও কেন এই জায়গাগুলো উদ্ধার হয়নি? কেন এখনো স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোয় না? কেন একনেক সভায় সেই প্রস্তাব অনুমোদন পায় না?”

শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “এই আন্দোলনে ছাত্ররাই ছিল সামনে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু তাদের জন্য কী বিশেষ কিছু করা হয়েছে? কোনো নীতিগত সংস্কার কি হয়েছে, সুবিধা কি বেড়েছে?”

পোস্টের শেষাংশে সারজিস লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। কাগজে-কলমে নয়, বাস্তবেই জবিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলুন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং পুলিশি হামলার বিচারসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ দাবিগুলোকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ সংহতি প্রকাশ করছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে