ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

নগদের সিইও হিসেবে দায়িত্ব নিলেন সাফায়েত আলম

২০২৫ মে ১৪ ১৮:৫৬:৩২
নগদের সিইও হিসেবে দায়িত্ব নিলেন সাফায়েত আলম

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাফায়েত আলম।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ মে (সোমবার) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দিলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের শরণাপন্ন হন সাফায়েত আলম। এরপর, আপিল বিভাগের চেম্বার আদালত প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে, যার ধারাবাহিকতায় তিনি সিইও হিসেবে দায়িত্ব পান।

সাফায়েত আলম ২০১৯ সালে নগদের বাণিজ্যিক যাত্রার আগেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এবং গত সাত বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন,“বাংলাদেশ ব্যাংকের প্রতিটি নিয়ম ও নীতিমালা মেনেই নগদ খুব কম সময়ে দেশের এমএফএস বাজারে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা সামনে আরও উদ্ভাবনী সেবা দিয়ে গ্রাহক অভিজ্ঞতা বাড়াতে কাজ করব।”

তিনি আরও বলেন,“নগদ দেশের ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে এবং মানুষের জীবনকে সহজ করতে নানাভাবে কাজ করছে। আমরা এ উদ্যোগ আরও বিস্তৃত করতে চাই।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাফায়েত আলম ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, টেলিকম, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এ কর্মকর্তা বিভিন্ন পেশাগত পুরস্কারেও ভূষিত হয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে