ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

ঐতিহাসিক উদ্যান নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি

২০২৫ মে ১৪ ১১:০৭:৩৮
ঐতিহাসিক উদ্যান নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ক্ষোভভরা পোস্টে তিনি উদ্যানটিকে “চাঁদাবাজি, মাদক সেবন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের আখড়া” বলে উল্লেখ করেন।

সারজিস আলম বলেন, “সময়ের সাথে সাথে ঐতিহাসিক এই উদ্যানটি আজ পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্যে। যেখানে নিয়মিত চাঁদাবাজি, মাদকসেবন এবং অশালীন কার্যকলাপ সংঘটিত হচ্ছে। অথচ উদ্যানটির চারপাশে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট অবস্থান করলেও তারা নীরব দর্শক কিংবা কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষভাবে এসব অপরাধের ‘ভাগীদার’ হয়ে উঠেছে।”

তিনি আরও অভিযোগ করেন, এই চরম অব্যবস্থাপনার ফলে বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ বিপথে চলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে উদ্যানের ভেতরেই ঘটে যাওয়া সাম্য হত্যাকাণ্ড তার একটি নির্মম দৃষ্টান্ত বলে মন্তব্য করেন সারজিস আলম।

পোস্টে সাম্য নামের এক তরুণের নৃশংস হত্যার ঘটনা উল্লেখ করে এনসিপি নেতা বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে, এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা যাবে না।”

তিনি দাবি করেন, উদ্যান এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান চালাতে হবে এবং পুরো উদ্যানকে সিসিটিভি ও নজরদারির আওতায় আনতে হবে।

সারজিস আলম উদ্যানের ভেতরে ও আশপাশে নির্মিত অপ্রয়োজনীয় ইট-পাথরের স্থাপনা ও অবকাঠামোর কঠোর সমালোচনা করে বলেন, “এই উদ্যান যেন আর কংক্রিটের জঙ্গল না হয়। এখানে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এটি কেবল ইতিহাস নয়, মানুষের বিশ্রামের জায়গাও।”

সারজিস আলম সতর্ক করে বলেন, “যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে এগিয়ে আসবে, তখন যেন কিছু তথাকথিত লিবারেল সুশীলদের চাপ বা ‘স্বাধীনতার দোহাই’ দিয়ে এই অপরাধ দমনের উদ্যোগ ব্যাহত না হয়।”

তিনি এই পোস্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও আহ্বান জানান সচেতন ভূমিকা রাখার জন্য।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে