ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তানের উদ্দেশে জাতিসংঘ মহাসচিবের বার্তা

২০২৫ এপ্রিল ২৫ ১৬:২৬:১২
ভারত-পাকিস্তানের উদ্দেশে জাতিসংঘ মহাসচিবের বার্তা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশের প্রতি 'সর্বোচ্চ ধৈর্য' ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে তিনি 'খুবই উদ্বিগ্ন' এবং জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি তা 'খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ' করছেন। গুতেরেস ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণভাবে নিজেদের সমস্যা সমাধানের পরামর্শ দেন, এবং আশাবাদ ব্যক্ত করেন যে, পারস্পরিক আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভারত কিছু কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করা অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে ভারতের নাগরিকদের ভিসা বাতিল এবং বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে, এবং সামরিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব তাই দুই দেশের প্রতি সর্বোচ্চ ধৈর্য ধরার এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে