ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘বড় পদক্ষেপ’

২০২৫ এপ্রিল ২৪ ০৯:৫৯:৩৬
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘বড় পদক্ষেপ’

নিজস্ব প্রতিবেদক : কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতের নেওয়া কড়া পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের পদক্ষেপের মধ্যে রয়েছে—সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভারত সফরে নিষেধাজ্ঞা।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ভারতের একতরফা সিদ্ধান্তের জবাবে আমরা প্রতিক্রিয়া জানাবো। সিন্ধু চুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাই একতরফাভাবে তা স্থগিত করা যায় না।”

এদিকে, হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সীমান্তে নজরদারি জোরদার, কূটনৈতিক চাপ এবং বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়নের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে।

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা এই ঘটনার পর আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে