ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

সব দায় নিয়ে মুখ খুললেন উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম

২০২৫ এপ্রিল ২৩ ১২:১২:২৭
সব দায় নিয়ে মুখ খুললেন উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করা মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তাকে অপসারণ করা হয়নি, বরং তিনি নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা ভেবে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে মোয়াজ্জেম বলেন, “বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষা সামনে থাকায় আমি পদত্যাগ করেছি। অথচ গণমাধ্যমে এটিকে ভুলভাবে ‘অপসারণ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।” তিনি নিজের পদত্যাগপত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনও প্রকাশ করেছেন।

তিনি জানান, ২৫ মার্চ পদত্যাগপত্র জমা দিলে ৮ এপ্রিল তা গৃহীত হয় এবং ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি হয়। তিনি আরও বলেন, “আমি দায়িত্ব পালনের সময় কারো অনুরোধ বা চাপের কাছে নত হইনি, তাই কিছু লোক অসন্তুষ্ট ছিল। তবে এতে আমার নিজের দায়িত্ববোধেই কাজ করেছি।”

মোয়াজ্জেম আরও জানান, কিছু মহল তাকে ‘চোর’ এবং কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছে—এ সবই ভিত্তিহীন গুজব। “আমার আর পরিবারের সম্পদ হঠাৎ বেড়ে গেলে আইনগত ব্যবস্থা নিন। তবে অহেতুক কাউকে সামাজিকভাবে হেয় করবেন না।”

তার ফেসবুক পোস্ট শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানান, “মোয়াজ্জেম নিজেই পদত্যাগ করেছেন। গণমাধ্যমে অপসারণ নিয়ে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, তা সঠিক নয়।”

২০২৩ সালের আগস্টে উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান মোয়াজ্জেম। এর আগে তিনি ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এবং কোটা আন্দোলনসহ গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে