ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের বড় পদক্ষেপ

২০২৫ এপ্রিল ২৩ ০৮:৪২:২৪
এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে বিশাল অঙ্কের ঋণ খেলাপির অভিযোগে এবার নিলামের পথে হাঁটলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইথানগর মৌজায় অবস্থিত প্রায় ১১ একর জমি, কারখানা ভবন ও গুদামঘর নিলামে তুলেছে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।

ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের কাছে ব্যাংকটির মোট পাওনা প্রায় ৯৯৪৮ কোটি ৪২ লাখ টাকা। এই অর্থ আদায়ের লক্ষ্যে জামানতকৃত সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ইসলামী ব্যাংক থেকেই এস আলম গ্রুপ অন্তত ৭৩১৩ কোটি টাকা ঋণ নিয়েছে। যদিও, এই ঋণের বিপরীতে জমা দেওয়া জামানতের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ফলে, নিলাম থেকেও পুরো অর্থ আদায় সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।

বিশ্লেষকরা বলছেন, এস আলমের মতো প্রভাবশালী গোষ্ঠীগুলোর কাছে ব্যাংকগুলোর দায় হাজার হাজার কোটি টাকায় পৌঁছেছে। অথচ এসব ঋণের বিপরীতে সঠিক জামানত না থাকায় ঝুঁকির মধ্যে পড়েছে পুরো ব্যাংকিং সেক্টর।

বিশ্বব্যাপী অর্থ পাচারের তদন্তে দেখা গেছে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এস আলম গ্রুপ একাই পাচার করেছে প্রায় ১০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের অভাবে দেশের ব্যাংক খাতে বেড়েছে নন-পারফর্মিং লোন (NPL) এবং ঋণখেলাপির সংখ্যা। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এই পর্যায়ে হয়তো আসতে হতো না।

নিলাম থেকে ঠিক কত টাকা আদায় সম্ভব হবে এবং ব্যাংকটি তার ক্ষতির কতটা পুষিয়ে নিতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালেও এটিই শেষ সমাধান নয় বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে