ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

জানা গেল পোপের মৃত্যুর কারণ

২০২৫ এপ্রিল ২২ ১৫:৩৫:৫৭
জানা গেল পোপের মৃত্যুর কারণ

নিজস্ব প্রতিবেদক: ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর।

সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পোপ ফ্রান্সিস। চিকিৎসাধীন অবস্থায় তিনি ডাবল নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। তবে ‘অলৌকিকভাবে’ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাসের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ধর্মগুরু।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্যাটিকানের প্রকাশ করা ডেথ সার্টিফিকেট অনুযায়ী, পোপ ফ্রান্সিস স্ট্রোক করে কোমায় চলে যান এবং পরে চিকিৎসাতীত হৃদরোগের কারণে মৃত্যুবরণ করেন। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, তিনি সেরিব্রাল স্ট্রোক, কমা এবং চিকিৎসাতীত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পোপ ফ্রান্সিসের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাবল নিউমোনিয়া আক্রান্ত হন। এছাড়া, তিনি টাইপ টু ডায়াবেটিস, আর্টেরিয়াল হাইপারটেনশন এবং ব্রঙ্কাইটিস-এও আক্রান্ত ছিলেন।

পোপ ফ্রান্সিস সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের সান্তা মারিয়া অ্যাপার্টমেন্টে মারা যান। তার ডেথ সার্টিফিকেটে সাক্ষর করেছেন ভ্যাটিকান সিটি স্টেটের স্বাস্থ্যবিভাগের পরিচালক অধ্যাপক আন্দ্রেয়া আর্কঅ্যাঞ্জেলি।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে