ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

গাড়ি বিতর্কে মুখ খুললেন হান্নান মাসুদ

২০২৫ এপ্রিল ২২ ১২:৫৪:৫১
গাড়ি বিতর্কে মুখ খুললেন হান্নান মাসুদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক মুখ। একের পর এক বিতর্কের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই নেতা এবার গণমাধ্যমে মুখ খুলেছেন। গাড়ি ব্যবহার থেকে শুরু করে বন্দর অফিস ও নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক সব কিছু নিয়ে দিয়েছেন খোলামেলা ব্যাখ্যা।

হান্নান মাসুদ জানান, যেই গাড়িতে তিনি চলাফেরা করেন, সেটি একজন জামায়াতপন্থী প্রবাসী ব্যবসায়ীর উপহার। ওই ব্যবসায়ী চান, হান্নান হাতিয়ায় থেকেই রাজনীতি চালিয়ে যান। বর্তমানে মোটরসাইকেল বা সিএনজি করে যাতায়াত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি।

তাঁর ভাষায়, “আমার এলাকায় প্রায় ৩০০ জন প্রবাসী আছেন, যারা একটি গ্রুপ করে নিয়মিত আমাকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। তাঁরা চান, আমি হাতিয়ার এমপি হই। এটা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে, যা দুঃখজনক।”

এর আগে ১২ এপ্রিল একটি ফেসবুক পোস্টে ঈদের পর প্রথম অফিসে আসা নিয়ে একটি ছবি পোস্ট করেন হান্নান মাসুদ। ছবির ক্যাপশনে তিনি লেখেন,

“ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা—এই এক অন্যরকম ভালো লাগা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।”

এই ছবি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে দাবি করেন, হান্নান মাসুদ বন্দরের উপদেষ্টা বা সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সেই সমালোচনার জবাবে ১৯ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

ফেসবুক স্ট্যাটাসে সাফ জানালেন “ছবিতে যে অফিসটি দেখা গেছে, সেটি আমার ব্যক্তিগত অফিস নয়। এটি জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়। আমি বন্দরের উপদেষ্টা নই, বরং জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি।”

হান্নান মাসুদ বর্তমানে হাতিয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে তার সাথে জামায়াতপন্থী ব্যক্তি ও বিতর্কিত অফিস সংশ্লিষ্টতা নিয়ে যে সমালোচনার ঝড় বইছে, তা কতটা প্রভাব ফেলবে—তা সময়ই বলবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে