ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

স্বপ্ন দেখানো কোম্পানির শেয়ার দামে অবিশ্বাস্য পতন

২০২৫ এপ্রিল ২০ ১৭:৩৮:০২
স্বপ্ন দেখানো কোম্পানির শেয়ার দামে অবিশ্বাস্য পতন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (পূর্বের বিডি ফাইন্যান্স) এক সময় দেশের বিনিয়োগ পরিবেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সোভারেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ এলএলসি (এসআইজজি)–এর সঙ্গে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। তখন বলা হয়েছিল, এ অর্থের একটি অংশ সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কেনার জন্যও ব্যয় হবে, যা বিনিয়োগকারীদের আশাবাদী করে তোলে।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা হয় এসআইজি’র যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয়ে, যেখানে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন উপস্থিত থেকে ঢাকঢোল পিটিয়ে বিনিয়োগকারীদের বিদেশি বিনিয়োগের স্বপ্ন দেখান। চুক্তি অনুসারে, পরবর্তী দুই বছরে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ হওয়ার কথা ছিল। এর মধ্যে ৪০ মিলিয়ন ডলার শেয়ারবাজারে ব্যবহারের কথাও বলা হয়।

কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত সময়ে সেই বিদেশি বিনিয়োগ আসেনি। উল্টো বাজারে নানা গুজব আর প্রত্যাশার ভেলায় ভাসিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার মূল্য এক সময় ৭০ টাকার ওপরে উঠে যায়। অথচ বর্তমানে সেই শেয়ারের দাম নেমে এসেছে ফেসভ্যালু ১০ টাকারও নিচে। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করে তারা আজ নিঃস্ব, অনেকে পথের ফকির বনে গেছে।

যদিও আগে কোম্পানিটি প্রতিবছর বিনিয়োগকারীদের মোটামুটি ডিভিডেন্ড দিয়েছিল, ২০২৩ সাল থেকে তাও বন্ধ করে দিয়েছে। লোকসানে দেখিয়ে ২০২৩ সালে কোম্পানিটি প্রথম বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত করেছে। তারপর এবছরও লোকসানের পাল্লা ভারি দেখিয়ে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বঞ্চিত করেছে।

এবছর যেদিন প্রতিষ্ঠানটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে পরিচালকরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে, সেদিনই শুন্য ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশা, ক্ষোভ ও কষ্ট বহু গুণে বাড়িয়ে দিয়েছে।

এদিকে, পর পর দুই বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে