ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব

২০২৫ এপ্রিল ২০ ১৬:৪৩:৩৬
বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং জাসদ নেতা হাসানুল হক ইনু পুলিশের সঙ্গে মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। রোববার (২০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসে প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্যরা তাদের হাতকড়া পরাতে চাইলে উভয় নেতাই তীব্র প্রতিবাদ জানান।

এ সময় এক পুলিশ সদস্যকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, “বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব।” একই সুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইনুও। ঘটনাস্থলে উপস্থিত অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। সাবেক প্রভাবশালী মন্ত্রীদের এমন ভাষা এবং পুলিশের সঙ্গে তাদের আচরণ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে