ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

২০২৫ এপ্রিল ২০ ০৯:১২:০৬
বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা (Reconsider Travel) জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে চতুর্থ ধাপের সর্বোচ্চ সতর্কতা (Do Not Travel) ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এই সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিভিন্ন সময় হঠাৎ করে বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা দেখা দিতে পারে। এসব পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নিতে পারে, যার ফলে মার্কিন নাগরিকদের সব ধরনের জনসমাবেশ ও জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপের সতর্কতা মূলত এমন দেশগুলোর জন্য জারি করা হয়, যেখানে ভ্রমণের আগে পরিস্থিতি গভীরভাবে পুনর্বিবেচনা করা জরুরি। ভ্রমণ যদি একান্তভাবে প্রয়োজনীয় না হয়, তবে তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়।

বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ পুরোপুরি নিষেধ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদ, অপরাধ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি রয়েছে। অতীতে ধর্মীয় সংখ্যালঘু ও ব্যক্তিগত বিরোধের জেরে অপহরণের ঘটনাও ঘটেছে।

ভ্রমণের আগে এই অঞ্চলের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থানরত দূতাবাস কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, ঢাকাসহ বড় শহরগুলোতে ছিনতাই, চুরি, মাদক কারবার ও পকেটমারের মতো অপরাধের ঝুঁকি উল্লেখ করে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও রয়েছে। যদিও অনেক ঘটনা সরকারিভাবে নিয়ন্ত্রিত, তারপরও ভ্রমণকারীদের জন্য পরিস্থিতি অনির্দেশ্য।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে