ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

হাসিনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ভারতীয়রা

২০২৫ এপ্রিল ১৮ ২৩:০৫:৪০
হাসিনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ভারতীয়রা

নিজস্ব প্রতিবেদক: “মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা”—এই বাক্য দিয়েই শুরু হয়েছে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন-এ প্রকাশিত একটি প্রতিবেদনের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, ধর্মীয় বিভাজন এবং প্রশাসনিক ব্যর্থতা ঘিরে রিপোর্টটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী, যিনি নববর্ষ উদযাপনের খবর সংগ্রহ করতে বাংলাদেশে অবস্থান করছিলেন। তার প্রতিবেদনে উঠে এসেছে এমন এক বাস্তবতা, যেখানে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সমর্থকই এখন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে খোলামেলা সমালোচনা করছেন।

প্রতিবেদনে গাজী সাহেব নামের এক ব্যক্তির বক্তব্য উল্লেখ করে বলা হয়, তিনি একসময় সক্রিয় আওয়ামী লীগ নেতা ছিলেন। কিন্তু বর্তমানে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তার চোখে জল নিয়ে উচ্চারিত একটি বাক্য, "মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা", রূপক অর্থে ব্যাখ্যা করা হয়েছে—যেখানে শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তির পাশে শেখ হাসিনার রাজনৈতিক ব্যর্থতা তুলে ধরা হয়েছে।

গাজী সাহেব বলেন, “বাসা থেকে বের হই না, এখন আর আগের মতো রাজনীতি করিনা।” এই কথার মধ্য দিয়ে বোঝা যায়, আওয়ামী লীগের অনেক তৃণমূল কর্মী বা সমর্থকও বর্তমান সরকার নিয়ে হতাশ।

সুচিন্তার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, প্রশাসনিক অচলাবস্থা ও রাজনৈতিক সহিংসতা বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ তো বটেই, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিজেদের হতাশা গোপন করছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, “যেখানে পারি, গুলি করো”—এমন নির্দেশনাও মিলেছে একাধিক সরকারি সংস্থার পক্ষ থেকে। নারায়ণগঞ্জের কাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষকে উদ্ধার করতে হয়েছে, যা শাসনব্যবস্থার সীমাহীন ব্যর্থতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

ঢাকায় অবস্থানকালে সুচিন্তা পাল চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলেন। তারা জানান, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ‘রাজনৈতিক ঢাল’ হিসেবে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদ ছিল বলে অভিযোগ রয়েছে। তবে নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর পদক্ষেপের কারণে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, শুধু রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মকে ব্যবহার করেছেন শেখ হাসিনা। এর ফলাফল ভয়াবহ, কারণ এতে দেশে ধর্মীয় উগ্রবাদ বিস্তারের সুযোগ পেয়েছে। ধর্মকে কেন্দ্র করে রাজনীতির এই কৌশল একসময় উল্টো ফল বয়ে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে