ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ এপ্রিল ১৮ ০৯:০৬:৫০
পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) ‘৮৭’র কাফন আন্দোলনের আদলে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে বাদ জুমা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে তারা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় কারিগরি ছাত্র আন্দোলন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল। কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং নাটকীয় বৈঠকের অভিযোগে তারা মশাল মিছিলও করেছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণ, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য চাকরিতে সুনির্দিষ্ট সংরক্ষণ, কারিগরি সেক্টরে অকারিগরি জনবল নিয়োগ বন্ধ, আলাদা মন্ত্রণালয় ও কমিশন গঠন এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাতরাস্তা, দেশের বিভিন্ন জেলা শহরে সড়ক ও রেলপথ অবরোধসহ অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে