ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

জিলাপি খেতে চাওয়া সেই ওসিকে পুনর্বহালের দাবি

২০২৫ এপ্রিল ১৬ ১৭:৪১:৩৯
জিলাপি খেতে চাওয়া সেই ওসিকে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী সমন্বয়কারীর কাছে ‘জিলাপি চাওয়ার’ অভিযোগে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ইটনা উপজেলা সদরে বিএনপি ও ছাত্রদলসহ স্থানীয় জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।

মিছিলটি ইটনা মধ্যবাজার থেকে শুরু হয়ে থানায় গিয়ে পৌঁছায় এবং সেখানে আধঘণ্টা ওসি প্রত্যাহারের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এরপর মিছিল উপজেলা পরিষদের সামনেও অবস্থান নেয়।

দুপুর ২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, জয়সিদ্ধি ইউপি চেয়ারম্যান ম‌নি‌র উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুমন।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওসি মনোয়ার হোসেন। ছাত্রলীগ নেতার ‘পরিকল্পিত ফোনালাপ’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সরানো হয়েছে। তারা দাবি করেন, ওসি মনোয়ার হোসেন স্থানীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন বলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, বাদলা ইউনিয়নে ভিজিএফ চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছিলেন ওসি। এরপর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় বলে দাবি করে বক্তারা ওসিকে দ্রুত পুনর্বহালের দাবি জানান।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে