ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

তিন দিনে ৫০৬ কোটি টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা

২০২৫ এপ্রিল ১৬ ১৫:৩৫:০৫
তিন দিনে ৫০৬ কোটি টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : তিন দিন লাগাতার পতনের ধাক্কায় বিপাকে পড়েছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) বড় পতন দেখল বিনিয়োগকারীরা।

এই তিন কার্যদিবসে বাজারে কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে বিনিয়োগকারীদের পুঁজি থেকে উড়ে গেছে প্রায় ৫০৬ কোটি টাকা। একই সময়ে শেয়ারবাজারে সূচক কমেছে প্রায় ১০০ পয়েন্ট।

বুধবারও আগের দিনের মত ডিএসইর সব সূচক কমেছে। পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে। একইসঙ্গে লেনদেন কমার ধারাবাহিকতা বজায় রয়েছে আজও।

এদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন দেখা গেছে। আগের দিনের মত আজও প্রতিষ্ঠানটির পাঁচটি সূচকই কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে সিএসইতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (বুধবার) ডিএসইর প্রধান সূচক ২৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.২১ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ১২ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৪৯ কোটি ৭০ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০টির, কমেছে ২১২টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১০০.১৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে