ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও গ্রেপ্তার প্রসেসে ভুল: আসিফ নজরুল

২০২৫ এপ্রিল ১৩ ১৬:৫৪:৪৮
সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও গ্রেপ্তার প্রসেসে ভুল: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ’ বিজয়ী মেঘনা আলমের গ্রেপ্তার সঠিক প্রক্রিয়ায় হয়নি, জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার (১৩ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।” তবে তিনি স্বীকার করেন যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রক্রিয়াগতভাবে সঠিক হয়নি।

তিনি বলেন, “মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রক্রিয়াগত ভুল। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমনটা নয় তা বলা যাবে না। অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, “মেঘনা আলমের গ্রেপ্তারের বিষয়ে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেছি এবং সবাইকে আশ্বস্ত করছি উল্লেখযোগ্য কোনো ভুল হলে সেটি সংশোধন করা হবে।”

মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সম্পৃক্ততা সংক্রান্ত গুজব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, “এ বিষয়টি নিয়ে আমরা কোনো আলোচনা করিনি।”

প্রসঙ্গত গত ৭ এপ্রিল ঢাকার বাসা থেকে মডেল মেঘনা আলমকে গোয়েন্দা পুলিশ আটক করে। এরপর ১০ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে