ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

ওমরাহ নিয়ে সৌদি আরবের জরুরি নির্দেশনা

২০২৫ এপ্রিল ১০ ০৯:০৩:৪৭
ওমরাহ নিয়ে সৌদি আরবের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব হজ মৌসুমের জন্য আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ সময় কেবলমাত্র হজ পারমিটধারীরা ওমরাহ করার অনুমতি পাবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবছরই হজ মৌসুমের আগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও গত কয়েক বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে, হজ মৌসুম শুরু হওয়ার আগে ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, যাঁরা হজের আগে ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন, তাঁদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

যদি কেউ এই নির্ধারিত সময়ের পরও সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তাঁকে ভিসা আইন এবং হজের নীতিমালা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করা হবে, এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এটি সৌদি আরবের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা হজ ব্যবস্থাপনার সুষ্ঠু বাস্তবায়নে সহায়তা করবে এবং পবিত্র স্থানগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে