ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

‘ব্যাংকের টাকা লোপাট করে কেউ পালাতে পারবে না ’

২০২৫ এপ্রিল ১০ ০৬:২৫:২৩
‘ব্যাংকের টাকা লোপাট করে কেউ পালাতে পারবে না ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না।”

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে, যাতে কেউ দুর্নীতির মাধ্যমে লুটপাট চালাতে না পারে।

বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর বিআইবিএম কার্যালয়ে দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এই বিবৃতি দেন তিনি।

গভর্নর আরও উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক কয়েকটি সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে, যেমন টাস্কফোর্স গঠন, নতুন আইন প্রবর্তন এবং ব্যাংক কোম্পানি আইনের সংশোধন। তিনি জানান, এর ফলস্বরূপ কিছু ব্যাংক পুনরুদ্ধার করতে সক্ষম হলেও অনেক ব্যাংক এখনও সমস্যার মধ্যে রয়েছে।

গভর্নর বলেন , “সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলো খারাপ সেগুলোর পরিস্থিতি খুব গুরুতর” । তিনি এও ঘোষণা করেন, গ্রাহকদের স্বার্থের জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।

এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকারও বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, “ব্যাংকের প্রকৃত মালিক গ্রাহকরাই। তাদের আস্থার প্রতি গুরুত্ব দেওয়া বেশী জরুরী, না হলে এই খাত ঘুরে দাঁড়াতে পারবে না।”

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে